Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

১।    Microsoft office Excel Sheet / প্রোগ্রাম এর মাধ্যমে সঠিকভাবে ভূমি উন্নয়ন করের দাবি নির্ধারণ : বিগত ৪ বছরের ধরে Microsoft office Excel Sheet এর মাধ্যমে ভূমি উন্নয়ন করের দাবি রিটার্ন-৩ নির্ধারণ করা হচ্ছে। এর ফলে পূর্বেও ম্যানুয়াল পদ্ধতির চেয়ে সঠিক ও দ্রততার সাথে দাবি নির্ধারণ করা যাচ্ছে।

২।    জনবান্ধব রেকর্ডরুম ও সুবিন্যাস্তভাবে রেকর্ডরুম সংরক্ষণ : জনসাধারণের কাংখিত চাহিদা অনুযায়ি অফিসের নামজারী কেস নথি, খাসজমির বন্দোবস্ত কেস নথি, ১৫০, ১৪৩ ও ৯৫(ক) ধারার বিবিধ কেস নথি, জমির হিসাব বিবরণী (ঝঃধঃসবহঃ) নথি, সার্টিফিকেট মোকদ্দমার নথি, অর্পিত সম্পত্তি মোকদ্দমার নথি এবং আর ও আর রেজিস্টারসমূহ সুবিন্যাস্ত আকারে রেকর্ডরুমে সংরক্ষিত থাকায় নথি/ রেজিস্টারসমূহ জনগণের কাংখিত চাহিদা অনুযায়ি তথ্যাদি সরবরাহ করা হচ্ছে। জনবান্ধব ডিজিটাল রেকর্ডরুম থাকায় জনসাধারণকে আন্তরিকতার সাথে উত্তম সেবা প্রদান করা হচ্ছে।

৩।    হেল্প ডেস্ক স্থাপন : এ কার্যালয়ে জনসাধারণকে সার্বিকভাবে আন্তরিকতা সাথে উত্তম সেবা প্রদানের জন্য হল রুমে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এখানে অফিস চলাকালীন সার্বক্ষণিক একজন কর্মচারী নিয়োজিত আছেন। তিনি আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক তথ্য ও সেবা প্রদান করে থাকেন।

৪।    ডিজিটাল হাজিরা : এ কার্যালয়ে একটি ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। প্রত্যেক কর্মচারীরা এ মেশিনের মাধ্যমে টিপ দিয়ে অফিসে আগমন এবং প্রস্থান করে থাকেন।

৫।    সি.সি টিভি ক্যামেরা স্থাপন : এ কার্যালয়ে সি.সি টিভি ৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অফিস ও রেকর্ডরুমের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

৬।    সেবা প্রার্থীদের বসার স্থান স্থাপন : আগত সেবা প্রার্থীদের কষ্টের কথা চিন্তা করে অফিসের মধ্যে বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

৭।    হলরুম সজ্জিতকরণ : হলরুমের ভিতর সপ্তাহে ৩দিন ১৫০ ও ১৪৩ ধারার মামলার বিচার কার্য পরিচালিত হয়ে থাকে। আগত মামলার সাথে সম্পৃক্ত বাদী, বিবাদী ও আইনজীবিদের সুবিধার্থে রুমটি সজ্জিত করা হয়েছে।

৮।    ই-নামজারী কার্যক্রম শুরু : এ কার্যালয়ে ই- নামজারীর কার্যক্রম শুরু হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ই- নামজারীর কার্যক্রম শুরু হয়েছে ।

৯।    মিসকেস বোর্ড স্থাপন : এ কার্যালয়ে ১৫০, ১৪৩ ও ৯৫(ক) ধারার মিসকেসগুলোর ধার্যকৃত তারিখ দেখার জন্য মিসকেস বোর্ড স্থাপন করা হয়েছে।

১০।    ২য় প্রজন্মের সিটিজেন চার্টার প্রণয়ন : এ কার্যালয়ে ২য় প্রজন্মের সিটিজেন চার্টার প্রণয়ন নির্ধারিত স্থানে টানানো হয়েছে।

১১।    শৌচাগার,ওযুখানা ও নামাজের স্থান স্থাপন : এ কার্যালয়ে সেবা প্রার্থৗদের জন্য ভালমানের শৌচাগার,ওযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।

১২।    আই.পি.এস স্থাপন : এ কার্যালয়ে ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিমিত্ত আই.পি.এস স্থাপন করা হয়েছে।

১৩।    সুবিন্যস্ত রেকর্ড সংরক্ষণ : পুরাতন নথি ও রেজিস্টারসমূহ ক্রমিক অনুযায়ি এবং বৎসর ওয়ারী সুবিন্যন্ত আকারে রেকর্ড সংরক্ষণ করার ফলে স্বল্প সময়ে জনগণের চাহিদা অনুযায়ি তথ্যাদি সরবরাহ হচ্ছে।

১৪।    স্বচ্ছ অভিযোগ বাক্স : সেবা নিতে আসা সেবা প্রার্থীদের কোন অভিযোগ থাকলে তার অভিযোগটি স্বচ্ছ বাক্সে লিখিত ভাবে দিতে পারবেন।

১৫।    গণশুনানী : সপ্তাহে একদিন অর্থ্যাৎ সোমবার বেলা ১০.০০ টা হতে ১২.০০ টা পর্যন্ত গণশুনানী গ্রহণ করা হয়।